বলিউডে দীপিকা পাডুকোনের ‘ক্লিভেজ বিতর্ক’ যে ঝড় উঠেছে তাতে নতুন মাত্রা যোগ করেছেন দু'জন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও সোহা আলি খান।
একটি টিভি চ্যানেলের চ্যাট শো-তে ‘ব্যাং ব্যাং’ কো-স্টার হৃত্বিকের সঙ্গে এসে দীপিকাকে সমর্থন করলেন ক্যাটরিনা। তিনি বলেন, চিত্রসাংবাদিকরা এমন কিছু অ্যাঙ্গেলে ছবি তোলেন যার জন্যই এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তারকাদের। তিনি আরও বলেন, কোনো নারীর বিশেষ কোনো অংশ বা অর্ন্তবাস ক্যামেরায় ধরা পড়লে সেটিকে চিহ্নিতও করে দেয় সংবাদমহল। ব্যক্তিগতভাবে ক্যাট মনে করেন, কারোর ব্যক্তিগত জীবনকে অকারণে হট কেক বানিয়ে বাজারে বিক্রি করার কোনো যৌক্তিকতা নেই।
সোহা আলি খান আগামী ছবি ‘চারফুটিয়া চোক্কারে’-র প্রচারে এসে দীপিকার ‘ক্লিভেজ বিতর্ক’-এ সরব হন। তিনি বলেন, একজন তারকার কেরিয়ার আর ব্যক্তিগত জীবন যেন আমজনতার সম্পত্তি! কিন্তু যখন কোনো নারীর সম্মান জড়িয়ে তাকে তখন সেটা অনেক বেশি স্পর্শকাতর হয়ে ওঠে। তিনি আরও বলেন, দীপিকা শক্তহাতে ব্যাপারটি মোকাবিলা করছেন। তার মতে দীপিকার হয়তো কারোর সাহায্যের প্রয়োজনই নেই। এই ঘটনায় দীপিকার প্রতিটি প্রত্তুত্তরকে সমর্থন করেছেন সোহা।
বিডি-প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর,১৪/ মাহবুব