তামিল তারকাদের বলিউডে আনাগোনা নতুন নয়। শুধু যে আনাগোনা তা নয়, বেশ জনপ্রিয়তাও অর্জন করেন তারা। এইরকমই এক তামিল তারকা অভিনেত্রী অনুষ্কা শেঠিও পরিচালক ই.নিওয়াসের হাত ধরে পা রাখতে পারেন বলিউডে। বলিউড মুভি ‘জুভেনাইল’-এ দেখা যেতে পারে এই নতুন মুখ। আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে ছবির শ্যুটিং।
এই মুহূর্তে অনুষ্কা ‘বহুবলি’ ও অজিত কুমারের সঙ্গে একটি তামিল ছবির কাজে ব্যস্ত রয়েছেন৷ ‘আমন কি আশা’ খ্যাত পরিচালক ই. নিওয়াসের আগামী ছবি ‘জুভেনাইল’ কাজ কাজ করার সম্ভবনা রয়েছে এই তামিল তারকার৷ ইলিনা, কাজল, তৃষার মতো অনেক তামিল স্টার এই কয়েক বছরে বলিউডে আত্মপ্রকাশ করেছেন।
সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক ই. নিওয়াস জানান, অনুষ্কার সঙ্গে ছবির স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে। ছবির গল্প নিয়েও কোনো দ্বিমত নেই অনুষ্কার। এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে কাজ চলছে৷ এই মাসের শেষে আবার অনুষ্কার সঙ্গে কথা বলবেন পরিচালক৷
ছবি প্রসঙ্গে বলেন, ‘জুভেনাইল’ মহিলা কেন্দ্রিক কোনো ছবি নয়। পুরনো ছবির রিমেকে এই ছবির স্ক্রিপ্ট তৈরি হয়নি। বরং মাল্টিস্টার ভিত্তিক ছবি ‘জুভেনাইল’। ছবির এক একটি ক্লাইমেক্স অনুযায়ী একের পর ঘটনাগুলি ফুটে উঠবে সিনেমার পর্দায়। ই. নিওয়াসের আগামী ছবির জন্য প্রথম পছন্দ অনুষ্কা। সবকিছু ঠিকভাবে এগলে অজিত কুমারের সঙ্গে তামিল ছবির কাজ শেষ হলে বলিউডের ছবির কাজ শুরু করবেন জনপ্রিয় অনুষ্কা শেঠি।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব