মিলখা সিং ও মেরি কমের বায়োপিক সফল হওয়ার পর যেন বলিউডে নতুন ট্রেন্ড শুরু হয়েছে। এবারে সোনালী পর্দার বায়োপিকে বাদ পড়লেন না ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট ক্যাপ্টেন মেহন্দ্র সিং ধোনির নাম। ধোনির জীবন নিয়েও খুব শিগগিরই ছবি মুক্তি পেতে চলেছে৷
সুশান্ত সিং রাজপুতকে ধোনির বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পরিচালক নীরজ পাণ্ডে এই ছবি পরিচালনায় দায়িত্বে রয়েছেন। যদিও প্রথমে খবর ছিল যে এই ছবি তৈরির জন্য মাহি ৪০ কোটি টাকার দাবি করেছিলেন। তবে পরিচালকের এক ঘনিষ্ট সূত্র এই কথা খারিজ করে দিয়েছেন। এমনকি ধোনি পত্নী সাক্ষী ধোনিও তার ট্যুইটার অ্যাকাউন্টে ছবির প্রথম পোস্টারের ছবি দিয়ে লিখেছেন, ৪০ কোটির কথা নাকি গোটাটাই দুজব ছাড়া আর কিছু নয়।
বিডি-প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর, ২০১৪/এ্যানি