আজ প্রচার হবে নাটোরের উত্তরা গণভবনে চিত্রায়িত 'ইত্যাদি'। শেকড় সন্ধানী ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষ খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। যাতে তাদের এসব কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন। এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন।
একজন হতদরিদ্র শিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দেলোয়ার হোসেনের জীবন সংগ্রামের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে কোরিয়া প্রবাসী বাংলাদেশি শ্রমিক মাহবুব আলমের ওপর একটি বিশেষ প্রতিবেদন। যিনি নিজের নিষ্ঠা, চেষ্টা ও অধ্যবসায়ের ফলে খ্যাতিমান হয়েছেন কোরিয়ায়। এ ছাড়াও মাগুরার বালিদিয়া গ্রামের জন্মান্ধ আবুল বাশারের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। এবারের 'ইত্যাদি'তে মূল গান রয়েছে একটি। যেহেতু 'ইত্যাদি' এখন দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ধারণ করা হয় এবং সেই অঞ্চলের শিল্পীদের দিয়েই গান করানো হয়, সেই ধারাবাহিকতায় এবারে গান গেয়েছেন নাটোরেরই খ্যাতিমান শিল্পী ফরিদা পারভীন।
এ ছাড়া নাটোর ও দিঘাপতিয়া রাজবাড়ীকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নাটোরকে ঘিরেই একটি নাট্যাংশে তারা অভিনয় করেন। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ।
মঞ্চে নাটোর জেলার একটি ঐতিহ্যবাহী সামগ্রী নিয়ে করা হয় একটি নাট্যাংশ। যাতে অভিনয় করেছেন নাটোরেরই তিনজন শিল্পী আবদুল আজিজ, সুভাশীষ ভৌমিক ও রনি।
'ইত্যাদি'র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। আর 'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। প্রচার হবে রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।