জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বরাবরই তার চলচ্চিত্রে বিভিন্ন সামাজিক অসঙ্গতি তুলে ধরেন। 'ইতিহাস', 'অন্ধকার', 'ইভ টিজিং'সহ অনেক সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক ও কিছুটা বাস্তব ঘটনা অবলম্বনে নির্মাণ করছেন 'সর্বনাশা ইয়াবা' নামের একটি ছবি। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কাজী মারুফ। তার বিপরীতে আছেন লাঙ্তারকা প্রসূন আজাদ। আজ ময়মনসিংহের ভালুকায় 'শাপলা' সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী কাজী মারুফ। মারুফ বলেন, 'দর্শক যেহেতু এর আগের ছবিগুলো ভালোভাবে নিয়েছেন, আমার বিশ্বাস এ ছবিটিও খুব ভালোভাবে তারা গ্রহণ করবেন। দেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত 'সর্বনাশা ইয়াবা'। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তমা, মেহমুদ, জিয়া, হাবিব খান প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ সাগির এবং আহমেদ রাজীব।