শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের সাংস্কৃতিক উৎসব। ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সকাল ১০টায় শুরু হবে এ আয়োজন। উৎসবে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও সংগীত। প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ।
আজ মঞ্চায়ন হবে 'প্রাগৈতিহাসিক'
আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাগরিক নাট্যাঙ্গনের নাটক 'প্রাগৈতিহাসিক'। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন লাকী ইনাম। এতে অভিনয় করবেন নাগরিক নাট্যাঙ্গনের নিয়মিত নাট্যকর্মীরা।
কাল থেকে 'স্টপ দ্য ক্লাইমেট চেঞ্জ' প্রদর্শনী
আগামীকাল জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে আলোকচিত্র সাংবাদিক ফোজিত শেখ বাবুর তিন দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী। ওইদিন সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। সভাপতিত্ব করবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানের অতিথিরা সম্মিলিতভাবে 'স্টপ দ্য ক্লাইমেট চেঞ্জ' শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। ২৯ সেপ্টেম্বর শেষ হবে এই প্রদর্শনী।
শরৎ উৎসব-১৪২১
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আজ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সবুজ চত্বরে অনুষ্ঠিত হবে শরৎ উৎসব-১৪২১। শিল্পী উত্তম চক্রবর্তীর বাঁশি বাদনের মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব। এতে দলীয় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ ফাইন আর্টস একাডেমি, স্পন্দন, নৃত্যশ্রী ও স্বাধীনতা একাডেমি। দলীয় সংগীত পরিবেশন করবে- সুরবিহার, ধ্রুব শিশু-কিশোর সংগঠন, বহ্নিশিখা, ক্রান্তি, পঞ্চভাস্কর ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করবেন- রেজওয়ানা চৌধুরী বন্যা, সালাহ উদ্দিন আহমেদ, অনিমা রায় ও বিজন চন্দ্র মিস্ত্রী। একক আবৃত্তি পরিবেশন করবেন- লায়লা আফরোজ, মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি।
উৎসবে সভাপতিত্ব করবেন- সংগঠনের সভাপতি ড. হায়াৎ মামুদ। শরৎ কথন পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ।
উৎসবে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় 'শরৎ ঋতু'। প্রতি বছরের মতো এবারও সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
কাল ছায়ানটের শরৎ উদযাপন
আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হবে ছায়ানটের শরৎ উদযাপন। এ আয়োজনে থাকবে একক ও দলীয় সংগীত, নৃত্য, পাঠ এবং আবৃত্তি।
শিশু সাংস্কৃতিক উৎসব
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী শিশু সাংস্কৃতিক উৎসব। শিশু সংগঠন ঐক্যজোটের আয়োজনে ওইদিন বিকালে এ উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন রেলমন্ত্রী মুজিবুল হক। দুই দিনব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করছে ২৪টি শিশু সংগঠন। এতে থাকবে চিত্রাঙ্কন, নাচ, আবৃত্তি ও নাটক। ৩০ সেপ্টেম্বর শেষ হবে দুই দিনব্যাপী এ উৎসব।
গোপাল ঘোষের একক চিত্রকলা প্রদর্শনী
বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের আয়োজনে আজ শুরু হচ্ছে 'ক্যালকাটা পেইন্টার্স' গ্রুপের অন্যতম সদস্য গোপাল ঘোষের একক চিত্রকলা প্রদর্শনী। এ আয়োজনের সহযোগী কলকাতার আকার প্রকার গ্যালারি। আজ বিকাল সাড়ে ৫টায় বেঙ্গল শিল্পালয়ে যৌথভাবে ২৩ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ১০৩টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। পূজা আর ঈদের কারণে প্রদর্শনী ৪ থেকে ৭ অক্টোবর বন্ধ থাকবে। আগামী ১৮ অক্টোবর শেষ হবে প্রদর্শনী।
৩০ সেপ্টেম্বর 'কমলা সুন্দরী'
৩০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাট্যতীর্থের নাটক 'কমলা সুন্দরী'। আর এ নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়েই শেষ হবে লোক নাট্যদল আয়োজিত ছয় দিনব্যাপী 'ময়মনসিংহ গীতিকা নাট্য উৎসব ২০১৪'। প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় ছয় দিনব্যাপী এই উৎসব।
রবীন্দ্রনাথ স্মরণে রাশিয়ান কালচারাল সেন্টার
প্রথম বাঙালি নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়া সফরের ৮৪তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যায় ধানমন্ডি রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রবীন্দ্র গবেষক আহমদ রফিক ও রুশ বিজ্ঞান এবং সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্ডার পেত্রোভিচ দিওমিন।
শোবিজ প্রতিবেদক