হ্যারি পটার খ্যাত এমা ওয়াটসন পড়েছেন গভীর সংকটে। সম্প্রতি তাঁর নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল একদল দুষ্কৃতী।
রাষ্ট্রসংঘের লিঙ্গ বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ হয়েছেন ২৩ বছরের এই ব্রিটিশ অভিনেত্রী ও মডেল। মঙ্গলবার রাত পর্যন্ত একটি ওয়েবসাইট ক্রমাগত হুমকি দিয়ে গিয়েছে, 'এবার আমাদের লক্ষ্য এমা'।
চলতি মাসেই অভিনেত্রী জেনিফার লরেন্স ও স্যুইমসুট মডেল কেট আপটনের বেশ কিছু অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। সেই আতঙ্কে ভুগে দ্রুতই পুলিশের দ্বারস্ত হন এমা।
পুলিশ জানিয়েছে, এমাকে যে ওয়েবসাইট থেকে হুমকি দেওয়া হয়েছে, সেটি আদতে ‘ফেক’ বা জাল। এমার ভয়ের কোনও কারণ নেই।
বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৪/এ্যানি