অভিনেত্রী রেখা বলিউড বাদশা শাহরুখের সঙ্গে টেক্কা দিতে পিছপা হয়ে গেলেন! ২৪ অক্টোবর একই দিনে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল রেখা অভিনীত 'সুপার নানি' ও শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার'।
হঠাৎ করেই নিজের ছবি মুক্তির দিন পিছিয়ে দিলেন রেখা৷ ২৪ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে স্বল্প বাজেটের ড্রামা মুভি 'সুপার নানি'।
এক সাক্ষাৎকারে রেখা নিজেই বলেছেন, তিনি চান না একইদিনে দুটি ছবি মুক্তি পাক৷ তাঁর মতে একইদিনে দুটি ছবি বড় পর্দায় এলে দর্শকও দোটানার মধ্যে পড়ে যাবে৷ এছাড়াও দুটি ছবির মধ্যে ‘ক্ল্যাশ’ হওয়ারও যে চূড়ান্ত যে সম্ভাবনা সেটিকে এড়াতে চান তিনি৷
বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৪/এ্যানি