হলিউডের জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনির বিয়ে উপলক্ষ্যে ভেনিসের গ্রান্ড ক্যানালের সামনের ফুটপাথ বন্ধ থাকবে। নিরাপত্তা ব্যবস্থা হিসেবে শহরটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে নিউইয়র্ক পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
আইনজীবী আমাল আলা মুদ্দিনকে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন ক্লুনি।
নাম প্রকাশ না করার শর্তে ভেনিস শহরের এক কর্মকর্তা নিউইয়র্ক পোস্টকে বলেন যে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ ফুটপাথটি বন্ধ রাখার অনুরোধ করেছিল এবং আগেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিয়ে উপলক্ষ্যে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
হলিউড এ অভিনেতার বিয়ের দিন ফুটপাথটি কমপক্ষে দু'ঘণ্টা বন্ধ থাকবে বলে ওই কর্মকর্তা জানান। উল্লেখ্য, ওই ফুটপাথ দিয়েই ষোলশ' শতাব্দীতে নির্মিত ভেনিসের বিখ্যাত কাভাল্লি প্যালাসে যাওয়া যায়। বেসামরিক নাগরিকদের বিয়ের ভেনু হিসেবে প্যালাসটি ব্যবহৃত হয়।