হালের সেনসেশন চলচ্চিত্রকার অনন্তর মুখোমুখি হলেন চিত্রনায়িকা পরিমণী। ঈদে দেশ টিভিতে প্রচারিতব্য একটি অনুষ্ঠানে এই দুই তারকা মুখোমুখি হন। অনুষ্ঠানের শিরোনাম 'ফেস টু ফেস উইথ অনন্ত'। এটি উপস্থাপনা করেন অনন্ত। ৭ পর্বের এই অনুষ্ঠানের চার পর্বে থাকবেন চারজন মন্ত্রী।
দুই পর্বে সেলিব্রেটি এবং এক পর্বে কয়েকজন মিডিয়া ব্যাক্তিত্ব। সেলিব্রেটিদের মধ্যে থাকছেন ইমন, নিরব, মমতাজ, বর্ষা ও পরিমণী। বৃহসপতিবার পরিমণীর পর্বটি রেকর্ড করা হয়। তার সঙ্গে ছিলেন ইমন ও নিরব। এতে পরিমণীর অভিনয়ে আসার আগের কথা, বর্তমান সময়ের কাজ ও ভবিষ্যতের পরিকল্পনার কথা উঠে এসেছে। পরিমণী বলেন, আমি সত্যিই সারপ্রাইজড। কারণ এত বড় মাপের একজন নায়কের মুখোমুখি হতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর চেয়ে বেশি ভালো লাগা আর কি হতে পারে। এটিই হচ্ছে এবারের ঈদে আমার সেরা উপহার।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৪/আহমেদ