প্রতি বছর কমপক্ষে এক মাস আগে থেকেই ঈদের ছবি মুক্তি নিয়ে তোড়জোড় শুরু হয়। চলচ্চিত্র প্রযোজক সমিতিতে আবেদনের প্রতিযোগিতা চলে। বড় তারকাদের ছবি মুক্তি দিতে নির্মাতারা অনেক আগেই প্রস্তুতি নেন। সেন্সর ছাড় করান। অথচ এবার ঈদের বাকি আর মাত্র ৯ দিন হলেও এখনো পর্যন্ত প্রযোজক সমিতিতে আবেদন পড়েছে মাত্র দুটি ছবি মুক্তির জন্য। এগুলো হলো- 'আমরা করব জয়' এবং 'কিস্তিমাত'। এর মধ্যে প্রথম ছবিটি ছোটখাটো বাজেটের বলে ঈদে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে প্রযোজক সমিতির। আর আশিকুর রহমান পরিচালিত ও আরিফিন শুভ এবং অাঁচল অভিনীত 'কিস্তিমাত' মোটামুটি ভালো নির্মাণ ও ব্যানারের ছবি হলেও এই একটি ছবির ওপর সারা দেশের প্রেক্ষাগৃহ নির্ভর করতে পারে না বলে জানায় প্রযোজক সমিতি।
হল মালিক এবং প্রদর্শক সমিতির কথায়, এবার দুঃখজনক ব্যাপার হলো শীর্ষ নায়ক শাকিব খান, যার ছবি ঈদে সবচেয়ে ভালো ব্যবসা করে, যার ছবির জন্য ঈদে দর্শক এবং প্রদর্শকরা মুখিয়ে থাকেন সেই শাকিব খানের কোনো ছবির আবেদন তো দূরে থাক সেন্সর বোর্ডেই এখনো জমা পড়েনি। ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিতব্য তার তিনটি ছবি 'শোধ', 'মনের ঠিকানা' এবং 'হিটম্যান'-এর শুটিংই এখনো শেষ হয়নি। ব্যাংককে বর্তমানে ছবিগুলোর শুটিং চলছে।
হল মালিকদের কথায়, এসব ছবির নির্মাণ কখন শেষ হবে এবং কখনইবা এগুলো সেন্সরের জন্য জমা দেওয়া হবে কে জানে। কারণ হাতে আছে আর মাত্র ৯ দিন। তা হলে কি এবার ঈদের চলচ্চিত্র শাকিববিহীন হবে। প্রদর্শকরা আশঙ্কা করছেন শেষ পর্যন্ত হয় তো শাকিবের পুরনো ছবিই আবার ঈদে চালাতে হবে।
প্রদর্শক সমিতির কর্মকর্তা সৌমেন জানান, ঈদের ছবি মুক্তির আবেদন জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় আছে। তা ছাড়া সেন্সর বোর্ডে বেশকিছু ছবি ছাড়ের জন্য জমা আছে। এই সপ্তাহের মধ্যে ছবিগুলো ছাড়পত্র পেলে হয় তো ঈদের ছবি মুক্তির তালিকা কিছুটা লম্বা হতে পারে। কিন্তু সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে এগুলোর মধ্যে শাকিবের কোনো ছবি নেই। ফলে ঈদে একদিকে শাকিব খানের ছবি না থাকা অন্যদিকে উল্লেখ করার মতো ছবি মুক্তির জন্য এখনো প্রস্তুত না হওয়ায় দর্শক ও প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।