ঈদের ছবির শুটিং নিয়ে ব্যস্ততা কেমন?
ব্রাদার, ব্যস্ততার কথা আর কি বলব, ঈদ তো এসেই গেল। তাই তাড়াহুড়ো করে কাজ শেষ করতে হচ্ছে। একসঙ্গে তিনটি ছবি। ইচ্ছা আছে তিনটি ছবিই ঈদে মুক্তি দেওয়ার। এগুলো হলো 'শোধ', 'মনের ঠিকানা' এবং 'হিটম্যান'।
নিজের প্রযোজনার ছবির কাজ কখন শুরু করছেন?
এই তো ঈদের পরই প্রাথমিক কাজ শুরু করব। আশা করছি ডিসেম্বর নাগাদ শুটিংয়ে যেতে পারব। প্রথমে বদিউল আলম খোকনকে দিয়ে একটি ছবির নির্মাণ কাজ শুরু করব। তারপর কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবির নির্মাণ। আরও একটি ছবির কাজ শুরু করব। মানে তিনটি ছবির নির্মাণ একসঙ্গে শুরু করতে চাই।
ছবিগুলোর সবকিছুই তাহলে চূড়ান্ত বলা যায়?
হ্যাঁ, মোটামুটি চূড়ান্ত বলতে পারেন। আনুষ্ঠানিকভাবে একসঙ্গে সবকিছুর ঘোষণা দিতে চাচ্ছি। তাই এই মুহূর্তে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।
সম্প্রতি কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার নির্মাণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে-
এই বিতর্ক হয়তো বিশেষ কোনো কারণে উঠে থাকতে পারে। কারণ স্বাধীনতার পর থেকে কলকাতা আর ঢাকা যৌথ আয়োজনে ছবি নির্মাণ করে আসছে। দুই বাংলায় ছবিগুলো মুক্তি পাচ্ছে। এতে পরস্পরের মধ্যে চলচ্চিত্রের ক্ষেত্রে সৌহার্দ্যের বন্ধন জোরালো হয়েছে। বিশ্বে এসব ছবি প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। তাই যৌথ আয়োজনে দোষের কিছু নেই।
বরং লাভটাই বেশি। নীতিমালা মেনে যৌথ ছবি নির্মাণ আমি সবসময় সমর্থন করি।
তাহলে এখানে ভারতীয় ছবির অবাধ বাণিজ্য সমর্থন করবেন?
কখনই না। আমাদের চলচ্চিত্রের ক্ষতি হবে এমন কোনো পদক্ষেপ শুধু আমি কেন, কোনো সচেতন মানুষই সমর্থন করবে না। যৌথ আয়োজন আর একতরফাভাবে তাদের ছবি এখানে প্রদর্শন, দুটো কিন্তু ভিন্ন বিষয়।
আমাদের ছবি এখনো বাণিজ্যিকভাবে বিশ্ববাজারে প্রবেশ করতে পারছে না কেন?
এর জন্য আমরা চলচ্চিত্রের মানুষেরাই দায়ী। আমাদের মধ্যে এ ব্যাপারে সিরিয়াস কোনো উদ্যোগ নেই। আমরা যদি বিশ্বমানের ছবি নির্মাণ করি তাহলে বিশ্বে প্রবাসী বাংলাদেশিসহ আমাদের ছবির যে বিশাল দর্শক রয়েছে তাতে সহজেই চলচ্চিত্রের মাধ্যমে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
এ ক্ষেত্রে আপনার উদ্যোগ কেমন?
আমি তো বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের জন্যই প্রযোজনায় এসেছি। এর প্রথম ধাপ হিসেবে 'হিরো দ্য সুপারস্টার' নির্মাণ করেছি ও সফল হয়েছি। আমার এই নির্মাণ অব্যাহত থাকবে এবং আমি আমার ছবি নিয়ে বিশ্ববাজারে অবশ্যই সফলভাবে যাত্রা শুরু করব।
কিন্তু আপনি যে পরিমাণে ছবিতে অভিনয় করেন সে ক্ষেত্রে মানসম্মত নির্মাণে মনোযোগ কীভাবে দেবেন?
হুম, ঠিকই বলেছেন, বিষয়টি নিয়ে আমিও কিন্তু ভাবছি। ঠিক করেছি এখন হাতে বাইরের ছবির যা কাজ আছে তা ঈদের আগেই শেষ করব। ঈদের পরের সময়গুলো হবে শুধুই নিজের। বছরে কমপক্ষে দুটি ছবি নির্মাণ করব এবং নিজের দুটি এবং বাইরের দুটি ছবি মানে মোট চারটি ছবিতে অভিনয় করব।
শোবিজ প্রতিবেদক