চলচ্চিত্র নির্মাণ, অভিনয় এবং বিজ্ঞাপনে মডেল হিসেবে সফল হওয়ার পর এবার ছোট পর্দায় অনুষ্ঠান উপস্থাপক হিসেবে দর্শকের সামনে হাজির হচ্ছেন এম এ জলিল অনন্ত। আসন্ন ঈদে দেশ টিভিতে প্রচারিতব্য 'ফেস টু ফেস উইথ অনন্ত' শিরোনামের ৭ পর্বের একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। অনুষ্ঠানের চার পর্বে অনন্তর অতিথি থাকবেন চার মন্ত্রী। তারা হলেন-সংস্কৃতি, বাণিজ্য, যোগাযোগ এবং খাদ্যমন্ত্রী। দুই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন বেশ কজন সেলিব্রেটি। এর মধ্যে একটি পর্বে থাকছেন অভিনয়শিল্পী ইমন, নিরব ও পরীমণি। অন্যটিতে সংগীতশিল্পী মমতাজ ও নায়িকা বর্ষা এবং একটি পর্বে থাকবেন প্রিন্ট ও ভিজুয়্যাল মিডিয়ার কয়েকজন ব্যক্তিত্ব। অনন্ত বলেন, অনুষ্ঠানের কনসেপ্ট হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে অতিথিদের কথা ও ভাবনা। তিনি বলেন, এর আগে ছোট পর্দায় বহুবার অতিথি হয়ে এসেছি। আর এবার উপস্থাপক হয়ে আসছি। তাই অনুভূতি সত্যিই অসাধারণ। দর্শক আমাকে এ ক্ষেত্রেও ভালোবেসে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।