রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি অনুদানে নির্মাণ হচ্ছে শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টোকন ঠাকুরের 'রাজপুত্তুর।' লীলা মজুমদার সম্পাদিত রবীন্দ্র শিশু সাহিত্য সংকলন কৈশোরক-এর সুকুমার গল্পটি থেকেই রাজপুত্তুরের মূল চিত্রনাট্য করা হয়েছে। চলচ্চিত্রটির শুটিং শেষে বর্তমানে সম্পাদনার কাজ চলছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাশ্বকীয়া নহরীন সিনথি, কামাল উদ্দিন কবির, গুপু ত্রিবেদী, অ্যাপোলো নওরোজ, অসীম গোস্বামী, বর্ষা বিভাবরী, শরদিন্দু এবং শিশুশিল্পী- মুগ্ধ, তাপসী, জয়তু, জয়ত কল্যাণ, ইলি, পার্থিব, প্রপা, মানহা, নৈঋত, স্বপ্নীল সাহা, ঋভু রোদ্দুর, রায়না, আনন্দিতা ও মেধা। এই চলচ্চিত্রে পোশাক সরবরাহ করেছে দেশাল। পোশাক, সেট ও অন্যান্য অনুসঙ্গের মাধ্যমে রাজপুত্তুরকে একশ বছর আগের সময়কালের বাস্তবতায় নির্মাণের চেষ্টা করা হয়েছে। কবিপুত্র রথীন্দ্রনাথের পালিত কন্যা পুপে, পুপের খেলার সাথী সুকুমারসহ ডাকঘর-এর অমল, সুধা ও দইওয়ালা, কাবুলিওয়ালার মিনি এবং বীরপুরুষ-এর বীরপুরুষ ও মা রাজপুত্তুরের মূল গল্পে এসে যুক্ত হয়েছে। 'সম্পাদনার কাজ শেষে খুব শীঘ্রই চলচ্চিত্রটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে'- রাজপুত্তুরের পরিচালক টোকন ঠাকুর এমনটাই জানিয়েছেন।