রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার পরিবেশিত হতে যাচ্ছে ত্রয়ী কবিতার আসর। এ আসরে কবিতা আবৃত্তি করবেন বাংলাদেশের বিখ্যাত আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া আহমেদ এবং সামিউল ইসলাম পোলাক। আইজিসিসির এ আয়োজনে সহযোগিতায় রয়েছে এশিয়ান পেইন্টস, আইআরসিওএন ও মারিকো বাংলাদেশ।