মধুবালার আবেদন নয়, এবার রেখার লাস্য। ঐতিহাসিক 'পেয়ার কিয়া তো ডরনা কিয়া' গানে দেখা যাবে রেখাকে। প্রথমে তিনি মাদার ইন্ডিয়ার নার্গিস দত্তর মতো সেজেছিলেন। আর এবার সাজছেন মধুবালার আনারকলি সাজে। রেখাকে তার আসন্ন ছবি 'সুপার নানি'র একটি গানের দৃশ্যে এভাবেই দেখা যাবে। মোগল-এ-আজমের পেয়ার কিয়া তো ডরনা কিয়া গানটি রেখার বরাবরই খুব প্রিয়। সেই সঙ্গে প্রিয় মধুবালা অভিনীত আনারকলির চরিত্রটাও। তাই সেই সাজে অভিনয় করতে পেরে তিনি আপ্লুুত।
তবে শুধু এই গানের দৃশ্যে একটি গান নয়, থাকছে বলিউডের আরও বেশ কয়েকটি গানের দৃশ্যায়নও। তবে প্রথম থেকে ব্যাপারটা এত সহজ ছিল না। গোড়ার দিকে এই গানটি করতে একেবারেই রাজি হননি রেখা। কারণ কখনো মধুবালা, কখনো ওয়াহিদা রহমানের মতো করে সেজে, সেই মতো স্টাইলাইজ করে নাচ করা নিয়ে বেশ কিছুটা সংশয় ছিল তার। কিন্তু পরিচালক ইন্দ্র কুমার শেষ পর্যন্ত রাজি করান রেখাকে। গানটিও কোরিওগ্রাফ করছেন সবিনা খান।