প্রখ্যাত চলচ্চিত্রকার ও এ দেশের চলচ্চিত্রের দুই জীবন্ত কিংবদন্তি সুচন্দা ও ববিতা পবিত্র হজ পালন করবেন এবার। কাল রবিবার রাত ৮টার ফ্লাইটে হজ পালনের উদ্দেশে সৌদি আরব রওনা হবেন তারা। সঙ্গে যাচ্ছেন সুচন্দার মেয়ের স্বামী। তা ছাড়া সুচন্দার ছেলে ও ছেলের স্ত্রী হজ পালনের জন্য ইতিমধ্যে সৌদি আরব পৌঁছেছেন। সুচন্দা ও ববিতা দুই বোন বলেন, আমরা খুবই আনন্দিত। কারণ একসঙ্গে পরিবারের বেশ কজন সদস্য হজ পালনে যেতে পারছি। তারা বলেন, আগে ওমরাহ হজ পালন করেছি আর এবার আমরা হজ পালন করব। মহান সৃষ্টিকর্তার ঘরে গিয়ে নিজ পরিবারসহ আমাদের প্রতিষ্ঠার জন্য যারা অবদান রেখেছেন তাদের ও আত্দীয়স্বজন, বন্ধুবান্ধব এবং দেশবাসীর জন্য আল্লাহতায়ালার কাছে দোয়া চাইব।