সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বলিউড সুপারস্টার শিল্পা শেঠি। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামী রাজ কুন্দ্রকে নিয়ে ভারতের অমৃতসার থেকে জলানধারের একটি দোকান উদ্বোধন করতে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঞ্জাবের কাপুরথালায় ধিলওয়ান টোল প্লাজার সামনে অন্য একটি গাড়ির সঙ্গে শিল্পার গাড়ির সংঘর্ষ হয়। তবে গাড়ির গতি কম থাকায় বিপদ এড়াতে পেরেছেন দুই গাড়ির চালকরা। এজন্য শিল্পা তার সৃষ্টিকর্তা ও দেবী দুর্গাকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন, কিছুদিন পরেই নবরাত্রি। এই শুভক্ষণে দুর্গাই তাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব