বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির গাড়ি অন্য একটি গাড়ির সঙ্গে ছোটোখাটো দুর্ঘটনায় জড়িয়ে পড়েছিল। আসলে শিল্পার দেহরক্ষীরা আরেকটি গাড়ির চালকের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছিল। আর ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালায়। খবর টাইমস অব ইন্ডিয়ার
ওইদিন একটি স্টোর উদ্বোধন করার লক্ষ্যে অমৃতসর থেকে জালনধর যাচ্ছিলেন শিল্পা। একটি টোল প্লাজায় ঘটনাটি ঘটে। একটি সূত্র জানায়, শিল্পা যখন গাড়িতে করে টোল প্লাজা ছেড়ে যাচ্ছিলেন তখনই তার দেহরক্ষীরা আরেকটি গাড়ির চালকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। শেষমেষ আর কোনো অঘটনা ছাড়ায় শিল্পা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছান।