মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ইমন-আঁচল জুটিকে নিয়ে প্রথম ছবি ‘স্বপ্ন যে তুই’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।
ছাড়পত্র পাওয়া প্রসঙ্গে পরিচালক মনিরুল ইসলাম সোহেল জানান, ‘আমার ছবি ‘স্বপ্ন যে তুই’ ২৫ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছে। আমি চেষ্টা করেছি সুন্দর একটি গল্প সিনেমা দর্শকদের উপহার দিতে। মূলত তরুণ/তরুণীদের গল্প নির্ভর সিনেমা এটি। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত ডিজিটাল এই সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
‘স্বপ্ন যে তুই’ সিনেমায় মোট গান থাকছে ৬টি। কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, অভি আকাশ, পারভেজ সাজ্জাদ, রাজীব ও আকাশ (বোম্বে) তনুশ্রী (বোম্বে)। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, আবিদ রনি, শিহাব রিপন ও আকাশ (বোম্বে)।
এতে ইমন-আঁচল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আদনান, আফ্রি, প্রিয়া, এশা, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, রেবেকা ও মিরাক্কেলে আক্কেল চ্যালেঞ্জারের রনি, জামিল, সজল প্রমুখ।
আসছে ঈদ-উল-আজহার পরেই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ১৪/সালাহ উদ্দীন