প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামানকে সম্মান জানাল মহানগরী কালচারাল ফোরাম। বর্ষসেরা অভিনয়শিল্পী হিসেবে তাকে পুরস্কৃত করে প্রতিষ্ঠানটি। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীর হাতে সম্মাননা তুলে দেয় ফোরাম। অভিনেত্রী দিলারা জামান বর্তমানে ছোট পর্দার বেশ কয়েকটি ঈদ-নাটকের পাশাপাশি অনেকগুলো ধারাবাহিকেও অভিনয় করছেন। তা ছাড়া এটিএন বাংলার রিয়েলিটি শো 'নাট্যযুদ্ধ'র বিচারকেরও দায়িত্ব পালন করছেন তিনি। প্রখ্যাত এই অভিনেত্রী বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। 'চন্দ্রগ্রহণ' চলচ্চিত্রে অভিনয় করে ২০০৮ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন দিলারা জামান।