আশিস রায়ের রচনা ও বাবুল আহমেদের পরিচালনায় ঈদের নাটক 'শুধু তোমারই জন্য'। নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন বাবুল আহমেদ। এতে আরও অভিনয় করেছেন- দিতি, সাজু খাদেম ও অহনা। নাটকটি ঈদে এটিএন বাংলায় প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে- শিল্পপতি সাজ্জাদ আহমেদ নিঃসঙ্গ জীবন কাটান তার আলিশান বাড়িতে। কর্ম আর কর্মচারীদের নিয়েই তার জীবন, মনেপ্রাণে প্রচণ্ড নারীবিদ্বেষী। কোনো মহিলা কর্মী নিয়োগের সুযোগ নেই তার প্রতিষ্ঠানে। এক রাতে ফেসবুকে কোনো একটা স্ট্যাটাসে এক বৃদ্ধাশ্রমের কোনো এক বৃদ্ধা মায়ের একটা খোলা চিঠি তাকে আবেগতাড়িত করে। প্রিয় কর্মচারী রিয়াজকে ডেকে সিদ্ধান্ত নেন একটা চ্যারিটেবল বৃদ্ধাশ্রম করার। যার নামকরণ হয় ইসাবেলা চ্যারিটেবল বৃদ্ধাশ্রম।