নতুন মডেলের সন্ধানে আবারও শুরু হলো 'ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১৪'। এবার প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন মডেল নোবেল, অভিনেত্রী তানিয়া আহমেদ এবং বিউটিশিয়ান কানিজ আলমাস খান। পরিচালনায় থাকবেন তাহের শিপন ও রুমানা রশিদ ঈশিতা। আগ্রহী ১৮-২৫ বছর বয়সী মেয়েরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.vctm3.com-এ।
সম্প্রতি এ কার্যক্রম উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইর ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, রেকিট বেনকিজার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মাহবুব বাসেত, ভিট-চ্যানেল আই টপ মডেলের সাবেক বিজয়ীসহ অনেকে।