র্নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে প্রেমিক রবার্ট প্যাটিনসনকে হারিয়েছেন টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টয়ার্ট। প্যাটিনসনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এত দিন একাই ছিলেন ২৪ বছর বয়সী ক্রিস্টেন।
তবে সম্প্রতি ইকুয়ালস ছবির সহ-অভিনেতা সমবয়সী নিকোলাস হল্টের সঙ্গে ক্রিস্টেনের প্রেমের খবর চাউর হয়েছে। হলিউডে জোর গুঞ্জন, সখ্য বাড়ছে এ তারকা জুটির। মুক্তি প্রতীক্ষিত সায়েন্স ফিকশন-রোমান্টিক ঘরানার ইকুয়ালস ছবিতে একসঙ্গে অভিনয় করছেন ক্রিস্টেন ও নিকোলাস। ছবির সেটে তাদের অন্তরঙ্গ মেলামেশার পরিপ্রেক্ষিতে এই জুটির প্রেমের খবর ডালপালা মেলেছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ছবির সেটে একে অন্যের সঙ্গে আঠার মতো লেগে থাকছেন ক্রিস্টেন ও নিকোলাস। শুটিং শেষেও তাই।