বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও মানবাধিকার আইনজীবী আমাল আলামুদ্দিন। ইতালিয়ান শহর ভেনিসের একটি বিলাসবহুল হোটেলে গতকাল সন্ধ্যায় তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। ক্লুনির এজেন্ট এক সংক্ষিপ্ত বিবৃতিতে সাংবাদিকদের তাদের বিয়ের কথা নিশ্চিত করেছেন। খবর বিবিসির
চলতি বছরের এপ্রিলে ক্লুনি ও আলামুদ্দিনের এনগেজমেন্ট হয়। এরপর থেকেই কখন তারা বিয়ে করছেন এ নিয়ে বিশ্বজুড়ে ক্লুনি প্রেমিদের মাঝে এক ধরনের উত্তেজনা ছিল। অবশেষে গতকাল ইতালির ভেনিসের বিলাসবহুল আমান হোটেলে তাদের বিয়ের মধ্য দিয়ে এ উত্তেজনার সমাপ্তি ঘটল।
বিশ্বের সবচেয়ে যোগ্য ব্যাচেলর হিসেবে পরিচিতি পাওয়া ৫৩ বছর বয়সী ক্লুনির বিয়েতে তার একঝাঁক সহঅভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সিনডি ক্রফোর্ড, বিল মারে, ম্যাট ডেমন ও ইউ-২ গায়ক বোনো।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে মোবাইল ফোন বা ট্যাব আনতে নিষেধ করা হয়েছিল। ফলে তাদের বিয়ের ব্যাপারে ক্লুনির এজেন্টের বিবৃতিই একমাত্র যোগাযোগ বলে সংবাদ সংস্থা এপি জানিয়েছে।
উল্লেখ্য, ক্লুনির এটা দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি তালিয়া বালসাম নামে মার্কিন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রীকে বিয়ে করেছিলেন। আর আমাল আলামুদ্দিন লেবানিজ বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ও মানবাধিবার কর্মী। কাজের সুবাদে ক্লুনির সঙ্গে পরিচয় ঘটে তার। পরিচয় থেকে প্রেম। অবশেষে বিয়ে।
বিডি-প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর, ২০১৪/ শরীফ