আমেরিকার ফ্যাশন ডিজাইনার টমি হিলফিগার তাঁর ব্রান্ডের দশম অ্যানিভারসরি পালন করতে এলেন ভারতে৷ আর এখানে এসে তাঁর পছন্দ হল বি-টাউনের এক ভারতীয় সুন্দরীকে৷ তিনি আর কেও নন, ‘খুবসুরত’ নায়িকা সোনম কাপুর৷
৬৩ বছর বয়সী এই ডিজাইনার সোনমের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন৷ তাঁর মতে, তিনি সোনমের মধ্যে দেখছেন সেই পারফেক্ট কম্বিনেশন, যা টমির কাজের পরিপূরক৷
এক সাক্ষাৎকারে ডিজাইনার হিলফিগার বলেন, সোনম কাপুর একাধারে সুন্দরী ও এত নাম যশ থাকা সত্ত্বেও তাঁর মধ্যে কোনো উদ্ধত্ত নেই৷ তাঁর ব্রান্ড ও সোনমের মধ্যে একটা জায়গায় মিল রয়েছে৷ সেটি হল ব্রান্ড আর সোনম দুটোতেই পারিারিক ছন্দটা বজায় রয়েছে৷ তাঁর ব্রান্ডের জন্য সোনমই প্রথম পছন্দ৷
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৪/জান্নাত