ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’। বর্তমানে শো'টির অষ্টম পর্বের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন দাবাং স্টার সালমান খান। চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পাবে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘হায়দার’। উইলিয়াম সেক্সস্পিয়ারের ‘হ্যামলট’র অনুকরণে পরিচালক তৈরি করেছেন হিন্দী ড্রামা মুভি ‘হায়দার’। সেই ছবির আগাম প্রচারে ‘বিগ বস সিজন এইট’এর ফ্লোরে হাজির হয়েছিলেন হায়দার তারকা শাহিদ কাপুর ও শ্রদ্ধা কাপুর।
সালমানের সঞ্চলনায় বিগ বসের ঘরে ‘হায়দার’ ছবির প্রচারের সূত্রপাত হল। ৩৩ বছরের অভিনেতা শাহিদ ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘আর রাজকুমার’ ছবির প্রচারে এখানে আসায় বিগ বসের ঘরের চেনা অতিথিই বলা যায় তাকে। কিন্তু শ্রদ্ধার কাছে বিগ বসের ঘরে বসে ছবি প্রচারের অভিজ্ঞতা একেবারেই নতুন।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব