ফের অনলাইন হ্যাকারদের নোংরামির শিকার হলেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। তার আরো ৫৫টি নগ্ন ছবি ফাঁস করে দিয়েছে হ্যাকাররা। এ নিয়ে তিন দফায় অস্কারজয়ী এই অভিনেত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হলো ইন্টারনেটে।
রেড্ডিট ও ফোরচ্যান সম্প্রদায় এবারের কার্যক্রমকে ‘দ্য ফ্যাপেনিং থ্রি’ নামে অভিহিত করছে। ‘হ্যাপেনিং’ ও ‘ফ্যাপিং’ শব্দ দুটির সংমিশ্রণে এই ‘ফ্যাপেনিং’ শব্দ সাজিয়েছে হ্যাকাররা। এর অর্থ খুবই আপত্তিকর।
এ যাত্রায় লরেন্সের পাশাপাশি সুপারমডেল কারা ডেলেভিন ও অভিনেত্রী আনা কেন্ড্রিকের নগ্ন ছবিও ফাঁস হয়েছে। লরেন্স ও কারার লজ্জাজনক স্থানগুলো ঢাকা না থাকলেও আনার ৮৭টি নগ্ন ছবির প্রতিটিতেই কাপড় দিয়ে ঢাকা আছে তার স্পর্শকাতর জায়গাগুলো। এর আগে ম্যারি এলিজাবেথ উইনস্টিড, কিম কারদাশিয়ানসহ অনেক তারকার নগ্ন ছবি ফাঁস হয়েছিল।
বিখ্যাত অভিনেত্রীদের ফোন ও কম্পিউটার থেকে নগ্ন ছবিগুলো চুরি যাওয়ার কারণে অভিযুক্ত হয়েছে গুগলের সেবা আইক্লাউড। বিটকয়েন পাওয়ার লক্ষ্য নিয়ে ছবিগুলো শুরুতে ছবি আদান-প্রদানের ওয়েবসাইট ফোরচ্যানে ছেড়ে দেয় সাইবার হ্যাকাররা। তারা কিভাবে এসব ছবি চুরি করেছে তা আজও রহস্য রয়ে গেছে।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ