দীর্ঘদিনের বান্ধবী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে গেলো মাসের শেষ দিকে বিয়ে করেছেন অভিনেতা ব্রাড পিট। প্রকাশ্যে বিয়ের অভিজ্ঞতা নিয়ে এতদিন তারা একদমই কথা বলেননি। শেষ পর্যন্ত মুখ খোলেছেন ব্রাড পিট। ব্রিটিশ ম্যাগাজিন 'জিকিউ'র সঙ্গে এক সাক্ষাৎকারে বিয়ে স্রেফ কোনো টাইটেল নয় বলে পিট জানিয়েছেন। আরেক অভিনেতা ঘনিষ্ঠ বন্ধু জর্জ ক্লুনিকে নিয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। খবর মেইল অনলাইনের
বিয়ে কি এ প্রসঙ্গে সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী পিট বলেন, 'বিয়ে হচ্ছে স্রেফ একটা টাইটেল তা আমি বলব না। এটা তার চেয়ে বেশি কিছু।'
হলিউডের আরেক অভিনেতা জর্জ ক্লুনি সম্প্রতি পিটকে নিয়ে মন্তব্য করেছেন যে তাকে নাকি এখন পাওয়া-ই [আনরিচাবল] যায় না। এ প্রসঙ্গে পিট বলেন, 'যাহোক, আপনারা জানেন যে, জর্জকে তো খুব সহজেই পাওয়া যায়। সে আমাদের সেরা প্রতিনিধিদের একজন। সে চারপাশে থাকলে খুব মজা হয়।'
উল্লেখ্য, জর্জ ক্লুনি শনিবার ইতালির ভেনিসে ব্রিটিশ আইনজীবী ও মানবাধিকার কর্মী আমাল আলামুদ্দিনকে বিয়ে করেছেন।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ