ববি খান পরিচালিত সানি লিওনের পরবর্তী ছবি ‘লীলা’। এতে রাণীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সেক্সি সানিকে। ছবির শ্যুটিং হয়েছে মরু শহর রাজস্থানের বিভিন্ন এলাকায়। শ্যুটিং চলাকালীন ভারতীয় সৌন্দর্য্যের প্রেমে পড়েছেন সাবেক এ পর্ণোতারকা। পর্ণস্টার থেকে এখন রীতিমতো বলিউড অভিনেত্রীর তকমা লেগে গেছে সানির গায়ে।
রাজস্থানে শ্যুটিং করতে গিয়ে ‘লীলা’ স্টার সানি লিওন বলেন, ভারতে এসে প্রথমবার এখানে এত সুন্দর জায়গা দেখলাম। সেখানকার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর প্রতি আকৃষ্ট হয়েছি আমি।' অন্যান্য সময় শ্যুটিংয়ে সারাক্ষণ ছবির কাজেই ব্যস্ত থাকতে হয়, কিন্তু এবার রাজস্থানে ভ্রমণ বেশ পছন্দ হয়েছে সানির।
‘লীলা’ ছবিটি প্রজোযনা করেছেন ভূষণ কুমার। ছবিটিতে আবেদনময়ীর খোলস থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুন লুকে পর্দায় আসবেন সানি। কিন্তু এই পরিবর্তন সানি ফ্যানদের মনে স্থান পাবে কিনা তা ছবি মুক্তির পরই বোঝা যাবে।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ