ক্যাটরিনা আর রণবীরের প্রেম সম্পর্কে সকলেই এখন কম-বেশি জানেন। সম্প্রতি ক্যাটরিনা জানিয়েছেন, রণবীর নাকি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আর এই কারণেই রণবীরের ৩২তম জন্মদিনে তার জন্য একটি পার্টি আয়োজন করেন বলিউড তারকা ক্যাটরিনা। গত ২৭ সেপ্টেম্বরের রাতে পরিচালক অয়ন মুখার্জীর সঙ্গে মিলে তিনি এই পার্টি দেন।
জানা গেছে, ক্যাটরিনা নাকি অনেকদিন আগে থেকেই এই পার্টি নিয়ে মেতেছিলেন। রণবীরকে বাদ দিয়ে সকলেই তিনি এই কথা জানতেন। আয়নের বাড়িতেই গভীর রাত পর্যন্ত এ পার্টি চলে। এই পার্টিতে রণবীরের ঘনিষ্ঠ বন্ধু রোহিত ধাওয়ান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব