হানসিকা। মন কাড়া সৌন্দর্য দেহের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে তার। হাসিতে মুক্তো ঝরে। একবার দেখলে চোখ ফেরানো দায়। অথচ অল্পদিন আগেও ছিলেন সেই ছোট্ট একটি মেয়ে। শিশুশিল্পী হয়েই পা রাখেন চিত্রজগতে। চোখের পলকে বেড়ে উঠলেন আর ঘুম কাড়লেন ছোকরা থেকে বুড়োর। তার উত্তেজক শরীর যেন ইশারায় শিস দিয়ে ডেকে যায় অনবরত।
বেড়ে ওঠা শরীরে প্রথম বড় পর্দায় আসেন ২০০৫ সালে। সংগীত শিল্পী হিমেশ রেশমিয়া তাকে নিয়ে আসেন নিজের প্রথম ছবি 'আপকা সুরুর' এ। ছবিটি ব্যবসাসফল হলেও আর এগুতে পারেননি লাস্যময়ী হানসিকা। ভাগ্যদেবী হয়তো তার প্রতি সুপ্রসন্ন ছিলেন না। তাই টিকে থাকার নয়া কৌশল হাতে নিয়েছেন তিনি। কারণ ভালো মেয়ে হয়ে বলিউডে টিকে থাকা যাবে না সেটা ভালো করেই বুঝে নিয়েছেন হানসিকা মোটওয়ানি। 'আপকা সুরুর' ছবির পর বলিউডে আর ডাক না পেয়ে দক্ষিণের ছবিতে অভিনয় শুরু করেন হানসিকা। তবে যে বলিউড তাকে পরিচিতি দিয়েছে তা ছেড়ে ভালো নেই তিনি। তাই বলিউডে যে কোনোভাবেই হোক জায়গা করে নিতে চান হানসিকা। জায়গা করতে হলে ভালো মেয়ের ইমেজ নিয়ে আর থাকা যাবে না। সে কারণেই সেক্সি ইমেজে পরিচালক-প্রযোজকের নজর কাড়তে ব্যস্ত হানসিকা। তাই এখন থেকে খুল্লাম খুল্লাম হওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি সানি লিওনেরই বেবিডল গানের তালে পা মিলিয়ে সবাইকে অবাক করেছেন একসময়ের লাজুক আর এখনকার সুন্দরী ও সেক্সি এই অভিনেত্রী।