এবারের ঈদে গত ঈদের চেয়ে কিছুটা বেশি কাজ করেছেন, তাই না?
দেখুন আসলে কম করেছি কিংবা বেশি করেছি এ হিসাবে আমি কখনোই যাইনি, যেতেও চাই না। আমি আমার অবস্থান নিয়ে সবসময়ই সন্তুষ্ট। হ্যাঁ গত ঈদের চেয়ে এবারের ঈদে বেশিই কাজ করেছি।
ঈদে নিজেও বেশ কয়েকটি নাটক টেলিফিল্ম নির্দেশনা দিয়েছেন?
ঈদ উপলক্ষে নিজের নির্দেশনায় দুটি নাটক, একটি টেলিফিল্ম এবং একটি ছয় পর্বের ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে। গাজী টিভিতে প্রচার হবে জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ছয় পর্বের ধারাবাহিক নাটক 'মজনুরা'। এতে আমার সহশিল্পী হিসেবে আছেন বাঁধন। এটিএন বাংলায় প্রচার হবে টেলিফিল্ম 'বউ'। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল এবং এতে আমার বিপরীতে অহনা। ফারুক হোসেনের রচনায় বাংলাভিশনে প্রচার হবে নাটক 'কাউন্টার এ্যাটাক। এতে আমার বিপরীতে তারিন এবং উজ্জ্বলের রচনায় আরটিভিতে প্রচার হবে 'বেয়াদব ছেলে', এতে আমার বিপরীতে হাসিন।
নতুনদের নিয়ে কাজ করছেন। তারা আপনাকে কতটা সহযোগিতা করছেন?
নতুনরা সবসময়ই আমাকে ভীষণ সহযোগিতা করেন। আমিও চেষ্টা করি তাদেরকে নিয়ে নাটক টেলিফিল্ম নির্মাণের। কিন্তু সহযোগিতা করতে চায় না চ্যানেল। আমাদের দেশের চ্যানেলগুলো যদি নতুনদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে আরও ভালো শিল্পী বেরিয়ে আসত, তখন হয়তো শিল্পী সংকট থাকত না।
ঈদে নিজের নির্দেশিত নাটক ছাড়া আর কার কাজ করেছেন?
খোকনের নির্দেশনায় দুটি নাটকে কাজ করেছি। একটি 'একটুকু ছোঁয়া লাগে' এবং অন্যটি 'অবজেকশন ইউর অনার'। দুটি নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন আমার স্ত্রী মৌ এবং মৌটুসী বিশ্বাস। এ ছাড়া যথারীতি মীর সাবি্বরের পরিচালনায় 'আলাল দুলাল পঞ্চমপত্র' এবং শামীম জামানের নির্দেশনায় 'থাপ্পর'সহ মাসুদ সেজানের নির্দেশনায় বাংলা ভিশনের জন্য ছয় পর্বের ধারাবাহিক নাটক 'ফরমাল-ইন Plus
' এ কাজ করেছি। আশা করি সব নাটকই দর্শকের ভালো লাগবে।
অভিনয়ের নবাব বলে অনেকেই অভিহিত করেন আপনাকে, বিষয়টিকে কীভাবে দেখছেন আপনি?
যারা আমার অভিনয়কে ভালোবেসে আমাকে এ নামে অভিহিত করেন এটা আসলে তাদের ভালোলাগা। তবে আমি সবসময়ই বলতে চাই আমি খুব সাধারণ একজন মানুষ, আমি গ্রামের ছেলে, সমাজের আর দশজনের মতোই আমার মনমানসিকতা, ভালো লাগা, মন্দ লাগা। মানুষের সুখে-দুঃখে মানুষেরই পাশে থাকতে চাই। অভিনয় দিয়ে মানুষের মনে বেঁচে থাকতে চাই হাজার বছর।
৪ অক্টোবর আপনার জন্মদিন, বিশেষ কোনো পরিকল্পনা?
ঈদ মূলত ঢাকা এবং গ্রামের বাড়ি সিরাজগঞ্জ এ দু'জায়গা মিলিয়েই উদ্যাপন করব। তবে জন্মদিনে ঢাকাতেই থাকব। পরিবারের সঙ্গেই সময় কাটাব। আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি।
আলী আফতাব