আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ানোর পর এবার দেশে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর \'পিঁপড়াবিদ্যা\'। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিটির পরিবেশনায় যুক্ত হলো চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। বরাবরই ব্যতিক্রমী আয়োজনের চলচ্চিত্র নির্মাণে ফারুকীর যেমনি রয়েছে আলাদা সুনাম তেমনি প্রযোজনা ও পরিবেশনায় জাজের রয়েছে স্বতন্ত্র পরিচয়। জাজ মূলত বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করলেও এবার দর্শকদের অন্য ঘরনার একটি চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছে। কারণ জাজের লক্ষ্যই হলো ভিন্ন আয়োজনে বিনোদনে বৈচিত্র্য আনা। তাই দর্শকও এখন মুখিয়ে আছে ফারুকীর নির্মাণ আর জাজের পরিবেশনায় \'পিঁপড়াবিদ্যা\' উপভোগের জন্য। ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। ফারুকী বলেন, জাজ মাল্টিমিডিয়াকে নতুন সহযাত্রী হিসেবে পেয়ে খুব ভালো লাগছে। আমরা এখন ছবিটির অনলাইন প্রচারণায় ব্যস্ত। ঈদের পর কলাকুশলীদের নিয়ে প্রধান জেলা শহরগুলোতে যাব। হাসির গল্পে নির্মিত \'পিঁপড়াবিদ্যা\' চলচ্চিত্রে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু, ভারতীয় মডেল-অভিনেত্রী শীনা চৌহান, মুকিত জাকারিয়া, জি সামদানী ডন, আরজে সাব্বির এবং মৌ।