বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে শিশুতোষ চলচ্চিত্র 'আমরা করব জয়'। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আহসান সারোয়ার।
নির্মাতা বলেন, এর আগে অনেক শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ হয়েছে আমাদের দেশে। কিন্তু অন্য চলচ্চিত্রের চেয়ে গল্প ও নির্মাণে এটি অবশ্যই ব্যতিক্রম। ঈদে ঢাকাসহ সারাদেশে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন আহসান সাদাফ, অকিক অর্নব, নিপা, আকিব হায়দার, সাজিদ, কনিকা, এহসানুল হক, ইফতি আহমেদ, আব্দুল হক প্রমুখ। ছবিতে গান আছে পাঁচটি। এগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আহসান সাদাফ, কাকন ও শামিম আলম বুলেট।