ইমন ও অাঁচল অভিনীত 'স্বপ্ন যে তুই' চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে পশ্চিমবঙ্গের কৌতুকভিত্তিক রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্সের তিন বাংলাদেশি তারকা আবু হেনা রনি, জামিল হোসেন এবং আনোয়ারুল আলম সজলকেও দেখা যাবে। সম্প্রতি বিনা কর্তনেই ছাড়পত্র পেয়েছে 'স্বপ্ন যে তুই'। রোমান্টিক গল্পের এই চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ইমন ও অাঁচল। এতে আরও অভিনয় করছেন আদনান, আরশিনা প্রিয়া, এশা, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ ও রেবেকা। চলচ্চিত্রে ইমন ও অাঁচল অভিনয় করছেন 'টম' ও 'জেরি' চরিত্রে।