ফাগুন অডিও ভিশন এবারও ঈদ উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ পাঁচফোড়ন। এবারের পাঁচফোড়নে দেখা যাবে একটি এলাকার প্রভাবশালী এক নেতা ও তার দুই নিকটাত্দীয়র মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে মজার আলোচনা। কোরবানি ঈদকে সামনে রেখে ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এর গল্প। নেতা ও তার দুই আত্দীয়র মধ্যে স্থানীয় এই প্রচারণা নিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। আর এসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। এবারের 'পাঁচফোড়নে' নেতার ভূমিকায় অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আতাউর রহমান। তার দুই আত্দীয়র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম ও আজিজুল হাকিম। এ ছাড়াও নেতার কর্মী হিসেবে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম। এবারের পাঁচফোড়নে গান থাকছে দুইটি। একটি দ্বৈত গান গেয়েছেন পলাশ ও ডলি সায়ন্তনী। আরেকটি গান গেয়েছেন মমতাজ।
এ ছাড়াও চিত্রনায়িকা নিপুণে পরিবেশনায় থাকছে একটি জমকালো নাচ। নিপুণের সঙ্গে এই নৃত্যে অংশগ্রহণ করেছে একদল নৃত্যশিল্পী।
ঈদের প্রস্তুতি ও কোরবানির গরু-ছাগলের বিভিন্ন তুলনামূলক আলোচনা নিয়ে রয়েছে দুটি মজাদার প্রতিবেদন। রয়েছে এক বিশেষ ধরনের মোটরসাইকেল প্রদর্শনীী এবং বংশী বাদন। ঈদের ওপর বেশক'টি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন- নাজমুল হুদা বাচ্চু, সোলায়মান খোকা, কিসলু, কাজী আসাদ, জিল্লুর রহমান, রতন খান, আনোয়ার শাহী, মুকুল সিরাজ, তারিক স্বপন, সুব্রত, বিলু বড়ুয়া, মামুনুল হক টুটু, আজিজ, শামীম, জামিল ও মতিউর রহমানসহ আরও অনেকে।
পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে।