অভিনয়ে আসার আগে ফারুক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ও তার স্নেহে রাজনীতিতে অংশ নেন। এ কারণে তৎকালীন পাকিস্তান সরকার তার বিরুদ্ধে ৩৭টি মামলা করে। এসব মামলা থেকে বাঁচতে বন্ধুদের পরামর্শে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ৩২নং রোডের বাসায় তার সঙ্গে দেখা করতে যান এই অভিনেতা। ফারুক বলেন, বাসায় ঢোকার পর দূর থেকে আমাকে দেখেই তিনি বলে উঠলেন 'কিরে তুই নাকি এখন রং মাইখ্যা ঢং করা শুরু করছস?' বঙ্গবন্ধুর মুখে এ কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, মুখটা লুকিয়ে নিলাম। কোনোরকম শব্দ না করে হঠাৎ পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখলেন তিনি। আর বললেন, 'আরে পাগল আমি তোর সঙ্গে ঠাট্টা করলাম। চলচ্চিত্রে গিয়ে খুবই ভালো করেছিস। তুই আসলে এমন একটি জায়গায় আছিস যেখান থেকে তুই অনেক বিপ্লব ঘটাতে পারবি'। বঙ্গবন্ধুর সেই কথায় সেদিন আমি অভিনয়ে আরও অনুপ্রাণিত হই। তার সেই কথা আজো প্রায় আমার কানে প্রতিধ্বনিত হয়।