ঈদে বড় পর্দায় না থাকলেও ছোট পর্দার একাধিক নাটক ও টেলিফিল্মে দেখা যাবে অভিনেত্রী পপিকে।
গতকাল উত্তরার ৪ নম্বর সেক্টরের রঙধনু শুটিং হাউসে তিনি কাজ করলেন 'তবুও তুমি আমার' শিরোনামের একটি টেলিফিল্মে।
রোমান্টিক গল্পের এই টেলিফিল্মে পপির চরিত্রের নাম জুঁই। তার বিপরীতে আছেন চিত্রনায়ক রিয়াজ। রিয়াজ এতে ৪টি চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রগুলোর নাম রাশেদ, মিজান, অলক আসাদ। পপি ভালোবাসেন রাশেদকে। রাশেদ একজন মানসিক ভারসাম্যহীন তরুণ। গল্পে দেখা যাবে- ৬ মাস ঘুমের মধ্যে থেকে রাশেদ আরও ৩টি ক্যারেক্টর প্লে করেন। পপি এই টেলিফিল্মে রিয়াজের প্রেমিকার চরিত্রে অভিনয় করলেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান টেলিফিল্মটির প্রধান সহকারী পরিচালক শফিক ইমদাদ। টেলিফিল্মের গল্প লিখেছেন ফারুক হোসেন এবং পরিচালনায় আছেন হিমেল আশরাফ। টেলিহোমের ব্যানারে নির্মিতব্য এ টেলিফিল্মটি ঈদে বাংলাভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান শফিক ইমদাদ।