বিয়ের আগেই সন্তান চান বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি তিনি এক টিভি অনুষ্ঠানে গিয়ে এমন কথাই জানিয়েছেন উপমহাদেশের কিংবদন্তী শিল্পী কমল হাসানের মেয়েটি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রুতিকে প্রেমবিষয়ক কোনো প্রশ্ন করা হলেই তিনি তার বাবা কমল হাসান এবং মা সারিকাকে টেনে আনেন। যদিও এ দম্পতির ছাড়াছাড়ি হয়ে গেছে বহু আগেই। তারপরও তিনি তার দেখা সেরা প্রেমিক জুটি হিসেবে মানেন নিজের বাবা-মাকে। সুযোগ পেলেই তা মনে করিয়ে দেন ভক্তদের।
সম্প্রতি টিভি শো নিরঞ্জন লেগার্স-এ হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে তিনি বলেন, 'জুটি হিসেবে আমার দেখা সেরা দম্পত্তি আমার মা এবং বাবা। তাদের মধ্যে ভালোবাসা ছিল অনেক। তাদের মধ্যে সবসময় উষ্ণতা দেখেছি আমি। যতদিন তারা একসঙ্গে থেকেছেন ততদিনই আমি দেখেছি তাদেরকে সবসময় ভালোবাসা ঘিরে থাকত।
এই শোতেই তিনি নিজের বিয়ে ও প্রেম বিষয়ে বলতে গিয়ে বলেন, 'আগে সন্তান, পরে বিয়ে। প্রথম সন্তান নেওয়ার পর বিয়ে করতে তার কোনো আপত্তি নেই।
তবে তার সন্তানের বাবা কে হতে পারেন সে বিষয়ে কিছুই বলেননি। সূত্র: মিড ডে ডটকম।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৪/ আহমেদ