আত্মহত্যা করেছেন ভারতীয় মডেল অর্চনা পান্ডে। ২৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে আন্ধেরির লোখান্ডওয়ালায় নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অর্চনা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা আইএএনএসকে ভারসোভা থানার পুলিশ জানায়, প্রতিবেশীদের ফোন পেয়ে সেখানে পৌঁছার পর লাশ সনাক্ত করে ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠান তারা। মৃতদেহের সঙ্গে সুইসাইড নোটও ছিল।
২৯ সেপ্টেম্বর প্রতিবেশীরা অর্চনার ফ্ল্যাট থেকে হঠাৎই দুর্গন্ধ পান। এরপর তার ঘরের কলিংবেল বাজালেও কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। তবে অর্চনা কীভাবে আত্মহত্যা করেছেন তা এখনো পরিষ্কার করে জানাতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, অর্চনা ভারতীয় মডেলিং শিল্পে পরিচিত নাম। তিনি বেশ কিছু দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ