চলতি বছরের শুরুতে হারমানের সঙ্গে নিজের বিয়ের ঘোষণা দিয়ে মিডিয়ায় খবরের শিরোনাম হয়েছিলেন বলিউডের সেক্স সিম্বল বাঙ্গালি নায়িকা বিপাসা বসু। এরপর কয়েক মাস বিয়ের প্রস্তুতিও নিয়েছেন তিনি। কিন্তু শেষ অবধি আর ধারবাহিকতা ধরে রাখতে পারলেন না। এরইমধ্যে প্রেমিক ও হবু বর অভিনেতা হারমান বাওয়েজাকে বিপ জানিয়ে দিয়েছেন, চলতি বছর তো দূরের কথা, আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিয়ের নামই নিতেই রাজি নন তিনি।
সঙ্গত কারণেই প্রশ্নের সৃষ্টি হয়েছে- কেন বিপাশার এ সিদ্ধান্ত? বয়স তো আর থেমে থাকছে না। বিপাশার সোজাসাপটা কথা- 'আগে ক্যারিয়ার, পরে বিয়ে। আমি ভাটদের তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছি। এগুলো শেষ করার আগে বিয়ের সুযোগ নেই।' এখনই নাকি তার ক্যারিয়ারে বেশি সময় দেওয়া দরকার। শুধু চলতি বছর নয়, সামনের বছরের মার্চ পর্যন্ত এই তিন ছবির শুটিং করবেন বিপাশা। টানা শিডিউল দিতে গিয়েই নাকি নিজের বিয়ের সময় পিছিয়ে দিয়েছেন তিনি।
এ বিষয়ে বিপাশা সরাসরি একটি বলিউড ভিত্তিক চ্যানেলকে জানিয়েছেন, 'কাজকে আমি সব সময়ই ব্যক্তিগত বিষয়ের চেয়ে বেশি প্রাধান্য দেই। এবারও সেটাই হয়েছে। হারমান নিজেও অনেক ব্যস্ত শুটিং নিয়ে। নিজেদের কাজের ব্যাঘাত ঘটিয়ে আমি বিয়ের পিঁড়িতে বসতে চাই না। হারমানকেও নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছি আমি। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের বছর হয়তো বিয়েটা সারবো।'
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৪/রাসেল/ আহমেদ