অবশেষে ঈদে বড় পর্দায় আসছেন শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস। এর আগে গত সপ্তাহেও তাদের অভিনীত ছবি মুক্তি নিয়ে ধোঁয়াশা ছিল। গতকাল দুটি ছবির নির্মাতা সূত্রে জানা গেছে তাদের ছবি ঈদে মুক্তি পাচ্ছে। এগুলো হলো নজরুল ইসলাম খানের 'কঠিন প্রতিশোধ' এবং ওয়াজেদ আলী সুমনের 'হিটম্যান'। দুটি ছবিরই নায়ক-নায়িকা এই দুজন। তবে শাকিব অভিনীত ওয়াকিল আহমেদ পরিচালিত 'শোধ' ও সাফির 'ওয়ার্নিং'সহ আরও কয়েকটি ছবি মুক্তির মিছিলে আসতে পারে। এদিকে নির্মাতা সুমন জানান 'হিটম্যান' ঈদে মুক্তির জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। রোমান্টিক-অ্যাকশনধর্মী গল্পের এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডিজে সোহেল, জয়, শিরিন শিলাসহ অনেকে। সজীব ফিল্মস নিবেদিত ও জাহাঙ্গীর প্রযোজিত এই ছবিতে রয়েছে পাঁচটি শ্রুতিমধুর গান। এগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল, আসিফ, কণা, মুন, মিমি ও তানজিনা রুমা। অন্যদিকে পারিবারিক ও অ্যাকশনধর্মী গল্পে নির্মাণ হয়েছে সন্ধানী ফিল্মস প্রযোজিত নজরুল ইসলাম খানের 'কঠিন প্রতিশোধ' ছবিটি।