ঈদ ও পূজা উপলক্ষে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে বাংলা গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লার একক অ্যালবাম 'মন আয়নাতে মন দেখেছি'। এতে মোট ৯টি মৌলিক গান রয়েছে। গানগুলো লিখেছেন বাংলাদেশের গীতিকবি মো. আবদুল্লাহিল বাকী। সুর করেছেন সুরকার গোলাম সারোয়ার। অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা সংস্থা 'সিডি চয়েজ'। জানা গেছে, কিছুদিন আগে কলকাতার অডিও-থ্রিতে অ্যালবামটির রেকর্ডিং হয়েছে। এ অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে 'না করেও করতে আপন', 'ভালো থেকো তুমি', 'মন আয়নাতে মন দেখেছি', 'ও ভোরের শিশির' প্রভৃতি। প্রতিটি গান হৈমন্তী শুক্লা গভীর মনোযোগ দিয়ে গেয়েছেন। গোলাম সারোয়ার মনে করেন, এ গানগুলোর মাধ্যমে নতুন-পুরনোর সুরের মিথষ্ক্রিয়ার সঙ্গে শ্রোতারা পরিচিত হতে পারবেন। মাত্র তিন ঘণ্টায় অ্যালবামের সাতটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সুরের ভিন্ন ব্যঞ্জনের কারণে তার একদিন পর বাকি গানগুলোর রেকর্ডিং হয়েছে। তিনি আরও বলেন, 'অনেক যত্ন নিয়ে গানগুলো করেছি। হৈমন্তী শুক্লাজীও খুব দরদ দিয়ে গানগুলো গেয়েছেন। উভয় দেশের কলাকুশলীরাও গানগুলোকে পরিপূর্ণভাবে নির্মাণে আন্তরিকভাবে কাজ করেছেন।'