কেমন আছেন?
ভালো থাকার চেষ্টা করছি। আর অন্য মানুষের তুলনায় আমি কেমন আছি তা আপনারা ভালো জানেন। চারদিকে আমাকে নিয়ে যেসব অবাস্তব কথা চলছে, এর মধ্যে কি ভালো থাকা যায়!
অনেক অভিনেত্রী আছে। তাদের নিয়ে তো কথা হয় না? শুধু আপনাকে নিয়ে কেন কথা হয়?
আমি মানুষকে বিশ্বাস করে ভুল করেছি, এখনো করছি। আমি যার সঙ্গে মিশি মন থেকে মিশি। আর আশপাশের মানুষগুলো সেটাকে ভুলভাবে প্রকাশ করে। আমি যাই করি না কেন, তাতে মানুষ ভুল খোঁজার চেষ্টা করে। আমাদের আশপাশে এমন অনেক ঘটনাই ঘটছে তা নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। আমি কিছু করলেই দোষ।
এর জন্য কি আপনি কাউকে দায়ী করছেন?
আমি কাউকে দায়ী করতে চাই না। একটা নিউজ একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে সেটা আমার থেকে আর কারও বেশি জানার কথা নয়। অভিনয়ের বাইরে আমার যে একটা সংসার আছে, একটা পরিবার আছে তা নিয়ে সবার ভাবা দরকার। আমি আমার কাজের মূল্যায়ন আশা করি সবার কাছে। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চাই। আমার কাছে অভিনয়টাই এখন সবকিছু।
তবে কি আপনি বলতে চাচ্ছেন, মিডিয়া আপনাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে?
আমি তা কখনো বলব না। অতীতে এই মিডিয়া আমার পাশে না থাকলে আমি আর উঠে দাঁড়াতে পারতাম না। কিন্তু সব মিডিয়া তো আর এক হবে না। শুধু মিডিয়া নয়, ওই ঘটনার পর অনেক অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক আমার সঙ্গে কাজ করতে চাইত না। আবার অনেকেই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমাকে নিয়ে কাজ করেছে। কিন্তু কষ্ট লাগে যখন দেখি আমাকে নিয়ে ভুল খবর ছাপানো হয়। বর্তমানে আমি বেশ কিছু ভালো নাটকে কাজ করেছি- এ নিয়ে তো কোনো নিউজ হয়নি। সব সময় আমার নেগেটিভ নিউজ নিয়ে সবার এত মাতামাতি। আমি বাঁচতে চাই, ভালো কাজ করতে চাই। আমি আশা করি, মিডিয়া ইতিবাচকভাবে আমার পাশে থাকবে।
এবারের ঈদে কি কাজ করছেন?
এবারের ঈদে বেশ কয়েকজন ভালো পরিচালকের কাজ করেছি। তার মধ্যে অরণ্য আনোয়ার, গোলাম সোহরাব দোদুল, মাহমুদ দিদার, আলভী আহমেদ, এস এ হক অলীক, শামীম জামান, রুবায়েত হোসাইন, শাহরিয়ার নাজিম জয়, কায়সার আহমেদসহ আরও অনেকে। শুধু ঈদ নয়, আমি কাজ করতে চাই নিয়মিত। আমি বিশ্বাস করি, সবাই আমাকে কাজ দিয়ে মূল্যায়ন করবে। নিয়মিত নাটকের পাশাপাশি বড় পর্দায় কাজ করারও আগ্রহ রয়েছে।
আলী আফতাব