কদিন আগেই মুক্তি পেয়েছে বিপাশা বসু অভিনীত ছবি 'ক্রিয়েটার থ্রিডি'। মহেশ ভাটের এ সায়েন্টিফিক ছবি বেশ ব্যবসা সফলতাও পেয়েছে। 'রাজ-৩' এবং 'আতমা'র পর এ ছবির মাধ্যমে নিজের সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছেন বিপাশা। এদিকে এ ছবি হিটের কাতারে চলে যাওয়ার পর ভাটরা আরও তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ করেছেন এ সেঙ্সিম্বল অভিনেত্রীকে। আর এ ছবিগুলোর জন্য টানা শিডিউল বিপাশা দিচ্ছেন চলতি বছরের পুরোটা সময়। টানা শিডিউল দিতে গিয়ে নিজের বিয়ের সময় পিছিয়ে দিয়েছেন বিপাশা। চলতি বছর তো দূরের কথা, আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিয়ের সম্ভাবনা নেই।