ঈদ উপলক্ষে ছয় পর্বের ধারাবাহিক নাটকে একসঙ্গে প্রথমবার অভিনয় করেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি, অপূর্ব, জনি এবং নাজিরা আহমেদ মৌ। প্রায় সাত বছর পর মৌ অভিনয়ে ফিরেছেন এই নাটকে অভিনয়ের মাধ্যমে। বি ইউ শুভর পরিচালনায় 'নীলকষ্ট' শিরোনামের এই নাটকটি ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে। প্রচার হবে একুশে টিভিতে।