ইতালিয়ান মডেল ও অভিনেত্রী মোনিকা বেলুচ্চি মাত্র ১৩ বছর বয়সে তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন। এরপর গত ২৪ বছর বয়সের মধ্যেই তিনি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের পরিচিতি হয়ে দাঁড়িয়েছেন। ফ্যাশন জগতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পাশাপাশি দেখতে দেখতে মেনিকার ঝুলিতে এসে পড়ে একের পর এক উপাধি। ‘হটেস্ট ওমেন অফ অলটাইম’, ‘মোস্ট ডিজায়ারেলব ওমেন’ ও ‘ইতালিয়ান সেক্স সিম্বল’য়ের মত উপাধি পয়েছেন তিনি।
১৯৯০ সালে প্রথম ছবিতে কাজ করেন ইতালিয়ান মডেল ও অভিনেত্রী মোনিকা বালুচি মাত্র ১৩ বছর বয়সে তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন। এরপর গত ২৪ বছর বয়সের মধ্যেই তিনি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের পরিচিতি হয়ে দাঁড়িয়েছেন। ফ্যাশন জগতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পাশাপাশি দেখতে দেখতে মোনিকার ঝুলিতে এসে পড়ে একের পর এক উপাধি। ‘হটেস্ট ওমেন অফ অলটাইম’, ‘মোস্ট ডিজায়ারেলব ওমেন’ ও ‘ইতালিয়ান সেক্স সিম্বল’য়ের মত উপাধি পয়েছেন তিনি।
১৯৯০ সালে প্রথম ছবিতে কাজ করেন মোনিকা। এরপর ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘লা রিফা’ মোনিকার প্রথম ছবি। কিন্তু মোনিকার ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ছবি ‘দ্য অ্যাপার্টমেন্ট’ ছবি দিয়েই মূল ধারার অভিনেত্রী হিসেবে পরিচিতি পান মেনিকা। এই ছবিতে অভিনয়ের জন্য ‘সিজার অ্যাওয়ার্ড’য়ের জন্য মনোনীত হন তিনি। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মালিনা’, ২০০২ সালে ‘ইরিবর্সিবল’, ২০০৩ সালে ‘চিটার্স অফ দ্য সন’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ ছবি দিয়েই নিজের অভিনয় দক্ষতা দর্শকের সামনে তুলনে ধরেন তিনি। মোনিকা বর্তমানে হলিউডের রেড কার্পেটের এক অতিপরিচিত মুখ।
‘দ্য অ্যাপার্টমেন্ট’ ছবির শ্যুটিং চলাকালীন মোনিকার আলাপ হয় ফ্রেঞ্চ অভিনেতা উইনস্লেট কেসলের সঙ্গে। ১৯৯৯ সালে তাঁকেই বিয়ে করেন মোনিকা। মেনিকার দুই মেয়েই রয়েছে৷ যদিও ২০১৩ সালে ইউনস্লেটের সঙ্গে সম্পর্কে ভেঙে দেন মোনিকা।
২০০৪ সালে গর্ভবতী অবস্থায় ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করেন মোনিকা। এতে আসলে স্পার্ম ডোনেশনের বিরুদ্ধে ইতিলিয়ান আইনের বিরোধ করা হয়েছিল। দ্বিতীয় কন্যার সময়েও গর্ভবতী মেনিকা বেশ কিছু ম্যাগাজিনের জন্য নগ্ন ও অর্ধনগ্ন ফটোশ্যুট করেন।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ ছবিতে অভিনয়ের জন্য ‘অ্যাম্পায়ার’ ম্যাগাজিন মোনিকাকে ‘সেক্সিয়েস্ট ২৫ ক্যারেক্টার ইন সিনেমা’র সূচীপত্রে সামিল করে। ইংরেজি ও ইতালিয়ান ছাড়াও ফ্রেঞ্চ ও পার্সি ভাষায় কথা বলতে পারকেন মোনিকা।
মোনিকা বেলুচ্চি বেশ কিছু অ্যানিমেশন ফিল্ম ও ‘প্রিন্স অফ পার্সিয়া’র মতো গেম গুলিতে গলা দিয়েছেন। ২০০৫ সালে গোল্ডন গ্লোব অ্যাওয়ার্ড দিয়েও সম্মানিত করা হয় মোনিকাকে। ২০০৩ সালে ইটালিয়ান নাশনাল সিন্ডিকেট অফ ফিল্ম জার্নালিস্টের অ্যাওয়ার্ডও দেয় হয় তাকে।
বিডি-প্রতিদিন/১ অক্টোবর, ২০১৪/মাহবুব