অভিনয়ের পাশাপাশি গান গাইতে দেখা গেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। এবার সেখানে নতুন মাত্রা যোগ হচ্ছে। অভিনয়ের পাশপাশি ফ্যাশন ডিজাইনিং করতেও দেখা যেতে পারে আলিয়াকে৷ আসলে আলিয়া ফ্যাশন পোর্টাল জ্যাবংয়ের সঙ্গে হাত মিলিয়েছেন৷ জ্যাবংয়ের উইন্টার কালেকশানে দেখা যাবে আলিয়াকে।
যদিও এর পাশাপাশি বলিউডের অপর অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্যেও পোশাক বানাতে চান আলিয়া। তিনি বলেন, ‘আমি পরিণীতি চোপড়ার জন্য পোষাক ডিজাইন করতে চাই। আমার ফ্যাশন লাইন সব মেয়েদের জন্য। ২৫ বছর থেকে ৩৫ বছরের নারী আমার ডিজাইন করা জমা পরতে পারবে।
বিডি-প্রতিদিন/১ অক্টোবর, ২০১৪/মাহবুব