অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শক শ্রোতার মন জয় করেছেন তিনি। তবে এবার অভিনয়ের পাশপাশি ফ্যাশন ডিজাইনিং করতে দেখা যেতে পারে আলিয়াকে। আসলে আলিয়া ফ্যাশন পোর্টাল জ্যাবংয়ের সঙ্গে হাত মিলিয়েছেন। জ্যাবংয়ের উইন্টার কালেকশানে দেখা যাবে আলিয়ার হাতযশ।
যদিও এর পাশাপাশি বলিউডের অপর অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্যও পোশাক বানাতে চান আলিয়া। তিনি বলেন, ‘আমি পরিণীতির জন্য পোশাক ডিজাইন করতে চাই। আমার ফ্যাশন লাইন সব মেয়েদর জন্য। ২৫ বছর থেকে ৩৫ বছরের মহিলারা আমার ডিজাইন করা জমা পরতে পারবে।
আলিয়া আরো জানান যে, তার কালেকশন তার ব্যক্তিত্বকেই তুলে ধরা হবে। আলিয়া চান সকলেই যাতে এই ধরনের পোশাক পরেন।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ